প্রশ্ন : আমাদের সমাজে প্রচলিত আছে যে, মৃত ব্যক্তির লাশের খাটকে বাসা থেকে বের করার সময় ৪০ কদম, ১০ কদম পর পর কাঁধটা পরিবর্তন করা হয়। ইসলামে এ ধরনের কোনো বিধান আছে কি?
উত্তর : না। এটি একেবারেই বিধানসম্মত নয়; বরং এ কাজটি বিদআত। ৪০ কদম গোনারও কোনো প্রয়োজন নেই এবং ১০ কদম পর পর কাঁধ পরিবর্তন করারও কোনো প্রয়োজন নেই।
রাসূল (সা.)-এর হাদিয়া হলো, বাসা থেকে যখন লাশ বের করা হবে, তখন যত দ্রুত সম্ভব লাশ বের করে নিয়ে যাওয়া। এটাই হচ্ছে সুন্নাহ।
অবশ্য প্রয়োজন হলে কাঁধ পরিবর্তন করা যাবে। তা না হলে বহনকারীর লাশও ফেলে দেবে। আর নিজেও কষ্ট পাবে। তবে নির্দিষ্ট কোনো কদমও নেই, কাঁধ পরিবর্তনের কোনো দরকারও নেই। এটাকে শরিয়তের বিধান হিসেবে মনে করার কোনো সুযোগ নেই। কিন্তু বাস্তব প্রয়োজনে যদি কেউ পরিবর্তন করেন, তাহলে তাতে কোনো অসুবিধা নেই।
- ড. মুহাম্মদ সাইফুল্লাহ ।
Aucun commentaire:
Enregistrer un commentaire